বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

ঢাকা-চট্টগ্রাম রেলের কর্ড লাইন স্থাপনে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে কোচ সরবরাহের আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়া সরকার। একই সাথে ঢাকা-কুমিল্লা এলিভেটেড কর্ড লাইন স্থাপনের ব্যাপারেও তার সরকারের আগ্রহের কথা তিনি উল্লেখ করেন। বুধবার ঢাকায় সফররত মালয়েশীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেল্য রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক’র সাথে বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয় যে, সম্পূর্ণ নতুন ৪০০টি কোচ সরবরাহের প্রস্তাব আগামী ১৫ মার্চের মধ্যে এবং ঢাকা-কুমিল্লা এলিভেটেড কর্ড লাইনের প্রস্তাব পরবর্তী ১ মাসের মধ্যে রেল কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হবে। রেলপথ মন্ত্রী এ সময় জানান, মালয়েশীয় সরকারের প্রস্তাব অতি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। প্রস্তাব পাওয়ার পর পরই এ ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্ত্রী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট শপ, T-shirts Printing in Chittagong

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট করুন --- আপনার ইচ্ছেমত ডিজাইন বা লেখা দিয়ে ১০০% কটন টি শার্ট প্রিন্ট করুন।  সাইজ- ML-XL-XXL         ঝকঝকে চকচকে ...