শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট শপ, T-shirts Printing in Chittagong


চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট করুন --- আপনার ইচ্ছেমত ডিজাইন বা লেখা দিয়ে ১০০% কটন টি শার্ট প্রিন্ট করুন। 

সাইজ- ML-XL-XXL        

ঝকঝকে চকচকে  ডিটিএফ প্রিন্ট 


কালার- ব্লাক, হোয়াইট,নেভি ব্লু, গ্রে অথবা ইয়েলো 

প্রতিষ্ঠানের নামে, ক্লাবের নামে, দলের নামে, বা ব্যক্তির নামে প্রিন্ট করুন

পিকনিক, মেলা, স্পোর্টস, মিলনমেলা যে কোন অনুষ্ঠানের জন্য টি-শার্ট পেতে যোগাযোগ করুন

চট্টগ্রামে সবচেয়ে কম খরচে টি শার্ট প্রিন্ট করুন আপনার পছন্দের ডিজাইন দিয়ে।

টি -শার্ট : ছেলেদের টি শার্ট ২০২৩ 

গরমের জন্য আরামদায়ক হাফ হাতা টি শার্ট ডিজিটাল প্রিন্ট নিন আমাদের কাছ থেকে। 
রাজনৈতিক টি-শার্ট 


নিজের নকশায় টি-শার্ট প্রিন্ট  নিন, টি-শার্ট প্রিন্ট ও ডিজাইন এর জন্য সেরা শপ। 

নানা রঙের নানা বর্ণের টি শার্ট পেতে আজই যোগাযোগ করুন- চট্টগ্রামের টি শার্ট প্রিন্ট শপ এ 

T-shirts printing/ Chittagong 2023
DTF T-shirts printing /Chittagong 2023


জন্মদিনে আপনার বন্ধুদের তার নাম দিয়ে স্পেশাল প্রিন্ট করা টি-শার্ট উপহার দিন।

পারিবারিকভাবে হোক আর বন্ধুদের নিয়ে বাইরের কোন রেস্টুরেন্টে হোক , সবাই একটা দিনে একইরকম টি০শার্ট পরিধান করে বন্ধুকে উইশ করতে পারি স্পেশাল প্রিন্ট করা টি-শার্ট উপহার দিয়ে। 


ঝকঝকে চকচকে  ডিটিএফ প্রিন্ট 

২৪ ঘণ্টায় ডেলিভারি দেয়া হয়। 


চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট ২০২৩--- আপনার ইচ্ছেমত ডিজাইন বা লেখা দিয়ে ১০০% কটন টি শার্ট প্রিন্ট করুন। 

প্রিন্টিং সাইজ -চওড়া--৮ ইঞ্চি , লম্বা-১০ ইঞ্চি

প্রতিটি টি-শার্টের দাম ৩০০-৩৫০টাকা মাত্র (প্রিন্টসহ)


Polo Cotton T-Shirt DTF Print -৩৫০টাকা (কলার যুক্ত)

Round Neck Cotton T-Shirt DTF Print-৩০০টাকা (গোল গলা)


কুরিয়ার খরচ -চট্টগ্রাম শহরের ভিতরে- ৮০টাকা মাত্র 

চট্টগ্রাম শহর ব্যাতিত দেশের যে কোন স্থানে কুরিয়ার খরচ ১২০টাকা 

স্পেশাল সেলস অফার কোড--বিবিএফ ২১




ডিজাইন হতে হবে- এ আই ফরম্যাট/ ইলাস্ট্রেটর/ফটোশপ/পিএনজি 

ইমেইল : ডিজাইন পাঠান ----

printexpats@gmail.com

হোয়াটস অ্যাপ-01935-265-118


আমাদের ফিজিক্যাল স্টোর ঠিকানা

Shop No. 48&49, Haji Ali Akbar Plaza(1st Floor), 

College Bazar, Shikalbaha, 
Karnaphuli, 

Chattogram


#টিশার্ট প্রিন্ট ডিজাইন #চট্টগ্রামে # টিশার্টডিজাইন এন্ড প্রিন্ট #T-Shirts printing chittagong

#t shirt shop in chittagong
#t shirt price in bangladesh
#t shirt price in chittagong
#birthdayt-shirt
#birthdaygift
#Reuniongift
#চট্টগ্রামেটি-শার্ট






 

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

রাজধানীতে ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা



ঢাকা,২১ ডিসেম্বর : রাজধানীর শ্যামলীতে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ বছরের ছোট এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন  ওই প্রতিষ্ঠানেরই এক শিক্ষিকা। রোববার সকালে  মিরপুর মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করার হয়েছে।

মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই আসাদ নিউজ বিএনএ ডটকমকে , অভিযুক্ত রিয়াজ হোসেন বাবু(২৪) বি আই এস ডি টির মার্চেন্ডাইজিং বিভাগের ছাত্রসে উক্ত শিক্ষিকার(বয়স ৩২) সাথে প্রেমের অভিনয় করে নানা প্রলোভনে বিভিন্ন সময় বাসায় নিয়ে ধর্ষণ করেছে

তিনি জানান, মাত্র মামলার কার্যক্রম শুরু হয়েছে। ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছেআসামীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সে পলাতক রয়েছে।  

মামলার অভিযোগে শিক্ষিকা উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাবু বিভিন্নভাবে তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে, প্রেম করার কথা বলে তার মেসে নিয়ে ধর্ষণ করে

অন্য একটি সূত্র জানায়, বয়সের একটি বড় ব্যবধান থাকলেও দীর্ঘ ২বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। দীর্ঘ দিন থেকে বিয়ের প্রলোভনে ছাত্রটি শিক্ষিকার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। অতি সম্প্রতি শিক্ষিকা বিয়ের জন্য চাপ দিলে ছাত্র তা অস্বীকার করে বসে।

চবি’র পরীক্ষা সংক্রান্ত সংবাদ



২১ ডিসেম্বর :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের পরীক্ষার রম পূরণ ফি দাখিলের তারিখ ঘোষণা করেছে। রোববার  ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।  

প্রাণি বিদ্যা বিভাগ:

.বি. ২০১৩ সালের ৩য় বর্ষ বি.এস-সি. অনার্স প্রাণি বিদ্যা বিভাগের পরীক্ষার ফরম পূরণ ফি দাখিলের তারিখ ঘোষণ করা হয়েছেবিলম্ব ফি ব্যতীত ৩০.১২.২০১৪ থেকে ..২০১৫  এবং বিলম্ব ফি সহ ..২০১৫ পর্যন্ত ফরম ফি ব্যাংকে জমা দেয়া যাবে

পদার্থ বিদ্যা বিভাগ:

.বি. পদার্থ বিদ্যা বিভাগের ১ম বর্ষ বি.এস-সি. অনার্স-২০১৪ এর কোর্স নং-১০১ থেকে ০০১ পত্রের পরীক্ষা সমূহ আগামী ১২..২০১৫ থেকে ১৯..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১.৩০ টা থেকে শুরু হবে

ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জি. বিভাগ:

.বি. ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টার বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং-২০১৪ এর কোর্স নং-২১১ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ আগামী ..২০১৫ থেকে ১৮..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১.৩০ টা থেকে শুরু হবে

বাংলা বিভাগ:

.বি. বাংলা বিভাগের ২০১৪ সালের ২য় বর্ষ বি.. সম্মান কোর্স নং-২০১ থেকে ২০৭ এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণে ১০..২০১৫ তারিখের পরিবর্তে আগামী ১৭..২০১৫ থেকে ১৯..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবেবিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে

মাইক্রোবায়োলজি বিভাগ:

.বি. ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এম.এস. মাইক্রোবায়োলজি বিভাগে ২১.১২.২০১৪ থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হয়েছবিলম্ব ফি ব্যতীত ২২..২০১৫ পর্যন্ত এবং ২২০/- টাকা বিলম্ব ফি সহ ২৯..২০১৫ পর্যন্ত ভর্তি হওয়া যাবে

 

বিএনএ/ এম এ কাইয়ুম/ এসজিএন

পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বিকেলে



সরকারি বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। নগরীর নয়টি এ সব পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে

পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৯ হাজার ২শ ১৪ জন এবং অষ্টম  শ্রেণিতে  ১ হাজার ১শ ৮২ জন

জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার বিকেলে এই দুই শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান সাংবাদিকদের জানান, খাতা মূল্যায়ন কাজ সম্পন্ন করতে না পারায় ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার রাতেই প্রকাশ করা সম্ভব হয়নি। রোববার বিকেলে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল স্কুলের পরীক্ষার ফলাফল টাঙ্গিয়ে দেয়া হবে

একইসঙ্গে ওয়েব সাইটেও ফলাফল প্রকাশ করা হবে

 

 

সূত্র আরো জানায়, পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৯ হাজার ২শ ১৪ জন এবং  অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১শ ৮২ জন

 

শনিবার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৯টি সরকারি স্কুলে ৫ম শ্রেনীতে মোট ১ হাজার ৯৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। তার মধ্যে কেবল কলেজিয়েট স্কুল ও ডা.খাস্তগীর স্কুলে ৩২০জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।   

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ি, আগামী ২৩ ডিসেম্বর ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ভর্তি পরীক্ষা ওই সব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ দুই শ্রেণীতে ৬৪৭ ও ১৮৩ জন বালক বালিকা ভর্তি করা হবে। ৮ম শ্রেনীতে ১২৯ এবং নবম শ্রেণীতে ৬৫৫ জন বালক বালিকা ভর্তি করা হবে।

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট শপ, T-shirts Printing in Chittagong

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট করুন --- আপনার ইচ্ছেমত ডিজাইন বা লেখা দিয়ে ১০০% কটন টি শার্ট প্রিন্ট করুন।  সাইজ- ML-XL-XXL         ঝকঝকে চকচকে ...