রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

চবি’র পরীক্ষা সংক্রান্ত সংবাদ



২১ ডিসেম্বর :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের পরীক্ষার রম পূরণ ফি দাখিলের তারিখ ঘোষণা করেছে। রোববার  ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।  

প্রাণি বিদ্যা বিভাগ:

.বি. ২০১৩ সালের ৩য় বর্ষ বি.এস-সি. অনার্স প্রাণি বিদ্যা বিভাগের পরীক্ষার ফরম পূরণ ফি দাখিলের তারিখ ঘোষণ করা হয়েছেবিলম্ব ফি ব্যতীত ৩০.১২.২০১৪ থেকে ..২০১৫  এবং বিলম্ব ফি সহ ..২০১৫ পর্যন্ত ফরম ফি ব্যাংকে জমা দেয়া যাবে

পদার্থ বিদ্যা বিভাগ:

.বি. পদার্থ বিদ্যা বিভাগের ১ম বর্ষ বি.এস-সি. অনার্স-২০১৪ এর কোর্স নং-১০১ থেকে ০০১ পত্রের পরীক্ষা সমূহ আগামী ১২..২০১৫ থেকে ১৯..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১.৩০ টা থেকে শুরু হবে

ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জি. বিভাগ:

.বি. ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টার বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং-২০১৪ এর কোর্স নং-২১১ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ আগামী ..২০১৫ থেকে ১৮..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১.৩০ টা থেকে শুরু হবে

বাংলা বিভাগ:

.বি. বাংলা বিভাগের ২০১৪ সালের ২য় বর্ষ বি.. সম্মান কোর্স নং-২০১ থেকে ২০৭ এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণে ১০..২০১৫ তারিখের পরিবর্তে আগামী ১৭..২০১৫ থেকে ১৯..২০১৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবেবিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে

মাইক্রোবায়োলজি বিভাগ:

.বি. ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এম.এস. মাইক্রোবায়োলজি বিভাগে ২১.১২.২০১৪ থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হয়েছবিলম্ব ফি ব্যতীত ২২..২০১৫ পর্যন্ত এবং ২২০/- টাকা বিলম্ব ফি সহ ২৯..২০১৫ পর্যন্ত ভর্তি হওয়া যাবে

 

বিএনএ/ এম এ কাইয়ুম/ এসজিএন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট শপ, T-shirts Printing in Chittagong

চট্টগ্রামে টি শার্ট প্রিন্ট করুন --- আপনার ইচ্ছেমত ডিজাইন বা লেখা দিয়ে ১০০% কটন টি শার্ট প্রিন্ট করুন।  সাইজ- ML-XL-XXL         ঝকঝকে চকচকে ...